ওয়ালটন জাতীয় মহিলা (অনুর্দ্ধ ১৭) হ্যান্ডবল প্রতিযোগিতা ২০১৭
ওয়ালটন জাতীয় মহিলা (অনুর্দ্ধ ১৭) হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় নওগাঁ জেলা যশোর জেলা দলকে ২৬-০৬ গোলে পরাজিত করে। দু:খজনক হলেও এটা সত্য এবং বাস্তব যে সারা বাংলাদেশে নওগাঁ জেলা দলের প্রতিনিধিত্বকারী খেলোয়ার সকল বদলগাছী উপজেলার বাসিন্দা।
No comments:
Post a Comment