নওগাঁ জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হিসাবে পরিচিত নিয়ামতপুর সরকারি কলেজসহ উপজেলার প্রায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার নেই।
এতে করে এসকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভাষা শহীদদের প্রতি আত্ম তৃপ্তি নিয়ে যে শ্রদ্ধা নিবেদন তা করতে পারছেন না।
গেল কয়েক মাস আগে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করলেও আজ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি।
১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারি এই ঐতিহাসিক দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায় এবং ২০০০ সাল থেকে পৃথিবীর সব দেশে এ দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন হয়ে আসছে।
অথচ রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার আন্দোলনের ৬৮ বছর পেরিয়ে গেলেও নিয়ামতপুর উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার।
এ নিয়ে শিক্ষার্থী ও অবিভাবকদের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সরেজমিন জানা যায়,
উপজেলা সদরসহ আটটি ইউনিয়নে ২০৪টি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
এর মধ্যে কলেজ রয়েছে ছয়টি, স্কুলের সঙ্গে কলেজ রয়েছে দুটি, মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৪৪টি, প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১২৮টি ও মাদ্রাসা রয়েছে ২৬টি।
শুধু বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ ছাড়া বাকি কলেজগুলোতে শহীদ মিনার নির্মিত হয়নি আজও। ৪৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ১৪টি বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে।
১২৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯টি বিদ্যালয়ে শহীদ মিনার থাকলেও উপজেলার ২৬টি মাদ্রাসার কোনোটিতেই শহীদ মিনার নির্মিত হয়নি।
নিয়ামতপুর সদরে প্রতিষ্ঠিত নিয়ামতপুর বিশ্ববিদ্যালয় কলেজ, যা বর্তমানে সরকারি কলেজে রূপান্তরিত। কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ছয় হাজার হলেও এ কলেজে নেই শহীদ মিনার।
কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন বলেন, আমাদের নিজস্ব অর্থে শহীদ মিনার নির্মাণের কোনো সুযোগ নেই। কলেজ যেহেতু সরকারের এখন সরকারের উদ্যোগেই শহীদ মিনার নির্মাণ হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা একজন সুযোগ্য কর্মকর্তা, তিনি জানান যে,
উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো তথ্য আমাদের হাতে চলে এসেছে, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই তার একটা তালিকা করে অতি দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রতিবেদক: মোঃ শাহাদাত হোসাইন, নিয়ামতপুর উপজেলা
সূত্র:darpontv
No comments:
Post a Comment