বদলগাছী (নওগাঁ): নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের মান নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে। রোগীদের অভিযোগ, সরবরাহকৃত খাবার এতটাই নিম্নমানের যে তা খাদ্য হিসেবে গ্রহণের অযোগ্য। বাধ্য হয়ে অনেকেই সেই খাবার গ্রহণ করছেন এবং সুস্থ হতে এসে আরও নতুন রোগ সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রোগী জানান, তাদের দেওয়া খাবারে প্রায়শই পোকা মাকড় ও অন্যান্য ময়লা আবর্জনা দেখা যায়। ডাল বা তরকারিতে সবজির পরিমাণ থাকে খুবই কম এবং তা প্রায় ক্ষেত্রেই আধাসেদ্ধ বা অতিরিক্ত মসলাযুক্ত থাকে। ভাতের মানও খারাপ থাকে বলে অভিযোগ তাদের।
রোগীদের অভিযোগ, সরকার রোগীদের জন্য পুষ্টিমানসমৃদ্ধ খাবার সরবরাহের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিলেও, খাবারের ঠিকাদারী নেওয়া ব্যক্তি চরম দুর্নীতি করছেন। স্থানীয়দের মধ্যে এমন গুঞ্জন রয়েছে যে, উক্ত ঠিকাদার বিএনপি মদদপুষ্ট একজন প্রভাবশালী ব্যক্তি হওয়ায় দীর্ঘদিন ধরে তিনি এই অপকর্ম চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে কয়েকজন রোগীর স্বজন বলেন, “সরকার গরিব রোগীদের জন্য এত টাকা দেয়, আর এই লোকগুলো সব মেরে খাচ্ছে। আমার রোগী তো ওই খাবার মুখেও নিতে পারছে না। সুস্থ হবে কী, উল্টো আরও অসুস্থ হয়ে পড়বে।”
স্থানীয় সচেতন মহল মনে করেন, সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এবং রোগীদের স্বাস্থ্য সুরক্ষায় অবিলম্বে এই দুর্নীতির তদন্ত হওয়া প্রয়োজন। তারা আরও মনে করেন, শুধু বদলগাছী নয়, দেশের অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সেও খাবারের মান নিয়মিত তদারকি করা উচিত।
এ ব্যাপারে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা আশা করছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়টি আমলে নিয়ে রোগীদের জন্য খাদ্যযোগ্য ও পুষ্টিমানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করবেন।
উল্লেখ্য, বর্তমান সময়ে সরকারি বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। তবে স্বাস্থ্যখাতে রোগীদের জীবন নিয়ে এমন দুর্নীতি অত্যন্ত নিন্দনীয় এবং এর কঠোর শাস্তি হওয়া উচিত বলে মনে করেন সাধারণ মানুষ।
No comments:
Post a Comment