নওগাঁয় বিএনপি নেতার মদ-অস্ত্রসহ গ্রেপ্তার ৬, রাতেই জেলহাজতে



ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলা পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ মোট ছয়জনকে বিদেশি মদ ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ২৭ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আমাইতাড়া শিকদার মার্কেট এলাকায় ডিবি পুলিশের এক দল বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তার ও অভিযান

জানা যায়, ২৭ নভেম্বর গভীর রাতে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ডিবি পুলিশ পরিচয়ে আমাইতাড়া শিকদার মার্কেট এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সেখান থেকে পৌর বিএনপি নেতা মিজানুর রহমানসহ ছয়জনকে হাতে-নাতে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ এবং দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

জেলহাজতে প্রেরণ

গ্রেপ্তারের পরপরই ধৃত আসামীদের জেলা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ধৃত আসামীদের ইতিমধ্যেই জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

No comments:

Post a Comment