চতুর্থ জাতীয় যুব নারী হ্যান্ডবল আসরে নওগাঁর হয়ে অংশগ্রহনকারী সব খেলোয়াড় এই স্কুলেরই শিক্ষার্থী।

জাতীয় যুব নারী হ্যান্ডবলে ফাইনালে উঠেছে জামালপুর ও নওগাঁ জেলা। সেমিফাইনালে গোপালগঞ্জকে জামালপুর আর পঞ্চগড়কে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নওগাঁ। ৩য় স্থান নির্ধারনী ম্যাচে আজ মাঠে নামবে গোপালগঞ্জ ও পঞ্চগড়। 

চতুর্থ জাতীয় যুব নারী হ্যান্ডবলে অংশ নিয়েছে ১২টি জেলা। তবে বাকি ১১টি দলের চেয়ে একেবারেই ভিন্ন নওগাঁ জেলা। পুরো নওগাঁর হয়ে আসরে প্রতিনিধিত্ব করছে, জেলার বদলগাছি উপজেলার, লাবন্য প্রভা বালিকা বিদ্যালয়। আসরে নওগাঁর হয়ে অংশগ্রহনকারী সব খেলোয়াড় এই স্কুলেরই শিক্ষার্থী। 



শুধু জেলা পর্যায়েই নয়, এই দলে রয়েছেন জাতীয় দলের দুই খেলোয়াড়। সেমিফাইনালে শুরু থেকে পঞ্চগড়কে সুযোগ দেয়নি, আগাগোড়া দাপট দেখিয়ে ২৫-৮ ব্যবধানে ম্যাচ জিতে নেয় নওগাঁ। সেমির মোমেন্টাম ফাইনালেও ধরে রাখতে চায় ক্ষুদে হ্যান্ডবল প্রতিভারা। 

নওগাঁর মত এতোটা সহজ হয়নি জামালপুরের সেমিফাইনাল মিশন। উত্তেজনাপূর্ণ ম্যাচে গোপালগঞ্জকে ২৩-২২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে জামালপুর। ১০ আগষ্ট জামালপুর- নওগাঁর ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে পর্দা নামবে ৪র্থ নারী যুব হ্যান্ডবল আসরের। 


0 comments: