জয় দিয়েই চতুর্থ জাতীয় যুব নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ শুরু করেছে নওগাঁ জেলা

জয় দিয়ে জাতীয় যুব হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ শুরু করেছে নওগাঁ জেলা। শনিবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নওগাঁ ২৬-৬ গোলে যশোরকে পরাজিত করেছে। প্রথমার্ধে নওগাঁ ১১-৪ গোলে এগিয়েছিল।
বদলগাছীর যুব সমাজের মডেল সকলের প্রিয় এবং নওগাঁ জেলা যুব হ্যান্ডবল দলের কোচ প্রিয়ভাষী রজত গোস্বামীর ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় আজ বদলগাছীর মত ছোট্ট একটা উপজেলার খেলোয়াররা সারা বাংলাদেশে চ্যাম্পিয়ন হওয়ার পথে জোর কদমে এগিয়ে চলেছে।
প্রথম দিনের অন্যান্য ম্যাচে জামালপুর ১৪-২ গোলে কুষ্টিয়াকে, ঢাকা ১০-১ গোলে বাগেরহাটকে, পঞ্চগড় ১৫-১৪ গোলে ঢাকাকে পরাজিত করে। রাজশাহী ও দিনাজপুরের খেলা ৪-৪ গোলে ড্র হয়।
প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী আজম।

0 comments: