Walk for healthy life & clean environment
পবিত্র রমজানকে সামনে রেখে আগামী ১৭ মে ২০১৯ শুক্রবার বিকেল ৫:৪৫ টায় নওগাঁ'র মুক্তির মোড় হতে শুরু করে নওগাঁ পৌর এলাকার ১নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় ৪৬তম হাঁটাহাঁটি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী পরিচালিত হবে।
হাঁটার শিডিউল :
মুক্তির মোড়-- কাজীর মোড়-- রুবীর মোড়-- দয়ালের মোড়-- চক এনায়েত জামে মসজিদে এসে শেষ।
0 comments: