নওগাঁর তিন সাংসদ, ডিসি, এসপি, সিভিল সার্জন সহ ৬ জন হোমকোয়ারেন্টাইনে আছেন।



 নওগাঁ- আসনের সংসদ সদস্য সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার করোনা ভাইরাসে আক্রান্ত হবার কারনে তার সংস্পর্শে আসা নওগাঁর আরো সাংসদ নওগাঁ- আসনের মাননীয় সাংসদ জনাব মোঃ ইসরাফিল আলম, নওগাঁ- আসনের মাননীয় সাংসদ জনাব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম, সাবেক সাংসদ জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ আব্দুল মালেক, জেলা প্রশাসক জনাব মোঃ হারুন-অর-রশীদ, পুলিশ সুপার জনাব প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম,সিভিল সার্জন ,, আখতারুজ্জামানসহ ৬জনকে শনিবার হোমকোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করা হয়েছে একই সাথে সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার এর নির্বাচনী এলাকা ধামইরহাট-পত্নীতলা উপজেলায় তার সংস্পর্শে আসা উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য সরকারি, বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দকেও হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ
উল্লেখ্য গত ২৭ এপ্রিল২০২০ জেলা নওগাঁ প্রশাসকের সন্মেলন কক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে সংসদ সদস্যগন সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার উপস্থিত ছিলেন কারনে প্রাথমিকভাবে আমরা জেলার দুই সাংসদ, ডিসি, এসপি, সিভিল সার্জনসহ উল্লিখিত জনকে হোমকোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করা হয়েছে জেলায় একজন সাংসদসহ নিয়ে মোট ১৮ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন
আসুন আমরা ঘরে থাকি, সুস্থ থাকি, অপরকে সচেতন করি, নিরাপদে থাকি
সূত্র: ফেসবুক

0 comments: