পশ্চিমারা কেমন ইসলাম পালনকারী মুসলিম চায়


জীবন যাপনে সঠিক পন্থা আবিস্কার করতে যেয়ে কত মনিষী কত ভাবেই না তা উপস্থাপন করেছেন, তার মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পন্থা ও পদ্ধতি হলো ইসলাম। যা বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করাই হলো প্রতিটি মুসলিমের দায়িত্ব ও কর্তব্য,  যা পালনে পশ্চিমারা, রাম ও বামের বাধা প্রদান করে আসছে নানা ভাবে, নানান ফাঁদে। তাই একবার একটি খেলনা কবুতর হাতে নিয়ে উপস্থিত জনসমুদ্রের উদ্দেশ্যে প্রফেসর ড.নাজমুদ্দিন এরবাকান বললেন, আপনারা কি আমার হাতে এই মৃত কবুতর দেখতে পাচ্ছেন?


জনতা সমস্বরে জবাব দিলো, জি দেখতে পাচ্ছি।

এই কবুতরের কি হাত পা চোখ আছে?

আছে।

এই কবুতরের কি ডানা আছে?

আছে।

এই কবুতর কি উড়তে পারবে?

না।

কেন?

সবাই মুখ চাওয়া-চাওয়ি করল একে অপরের দিকে। বলল, এর তো প্রাণ নেই। উড়বে কীভাবে?

প্রফেসর নাজিমুদ্দিন এরবাকান বললেন, পশ্চিমারা এরকম ইসলাম পালনকারী মুসলিম চায়। তারা চায় খেলনা কবুতরের মত আপনারা নামাজ পড়বেন, তিলাওয়াত করবেন, বিশাল ওয়াজ মাহফিল করবেন কিন্তু প্রাণহীন কবুতরের মত ভেতরে কুরআনের শিক্ষা থাকবেনা, দ্বীনের পথে লড়াইয়ের প্রেরণা থাকবেনা৷
কিছুক্ষণ থেমে আবার বললেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাটা হচ্ছে ঈমানের প্রাণ। এই প্রাণ না থাকলে মানবতার মুক্তির জন্য কোনো কাজই করা সম্ভব না৷

 ড.নাজমুদ্দিন এরবাকানকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।

0 comments: