নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে অত্যন্ত জমকালো পরিবেশে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন হয়।
একটি ঐতিহাসিক গ্রুপ ছবি, যা ইতিহাসের পাতায় থাকবে সহোযগিতা আর সহমর্মিতার প্রতীক হিসাবে।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর নওগাঁ জেলা পর্যায়ে উদ্বোধন এর ফাঁকে শ্রদ্ধেয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব বদরুজ্জেহা সাহেবের সাথে বদলগাছী উপজেলার সুযোগ্য শিক্ষা অফিসার জনাব মো: সানাউল হাবীব ও বদলগাছী উপজেলার শিক্ষক বৃন্দ।
এতটুকুন একটি শিশু কিন্তু চোখে মুখে আত্মবিশ্বাস যেন ঠিকরে বের হচ্ছে। এরাই আমাদের ভবিষ্যত। এমন একটি টুর্নামেন্ট আয়োজক সংস্থা একাডেমিক শিক্ষার পাশা পাশি শারিরীক, মানসিক মান উন্নয়ন এবং বাস্তবতাকে খেলার ছলেই এত অল্প বয়স শিখিয়ে দিতে পারছে।
মেয়েটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নওগাঁ জেলা পর্যায়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় ধামুইর হাট উপজেলার পক্ষে গোলকিপার এর দায়িত্ব পালন করছেন ।
ফিকশ্চার:
এই টি শুধু মাত্র একটি ফিকশ্চার নয়, এটা একটা গ্রাফিক্যাল আর্ট , যার ইনফোগ্রাফী। ইনফোগ্রাফী চরম দামী একটা আর্ট, যার বৈচিত্রের নেই শেষ। ডিজিটাল বাংলাদেশ বির্নিমান ইতিহাসের পাতায় থাকুক এই সাধারন চমৎকার একটি ইনফোগ্রাফি।
আমি নিচে আরো কিছু ইনফোগ্রাফিক্যাল আর্ট এর উদাহরন উপস্থাপন করছি-- যেন বিষয়টির ব্যাপারে যাদের ধারনা নাই এখনো, তাদের কাছে ইনফোগ্রাফিক্যাল বিষয়টি পরিস্কার হয়ে যাবে।
একজন সচেতন এবং ক্রিয়েটিভ শিক্ষক মাত্রই নিত্য নতুন সৃজনশীল ইনফোগ্র্যাফিক্যাল কন্টেন্ট তৈরিতে হবে পারদর্শী।
এ বিষয়ে পারদর্শীতা অর্জনে অনলাইনে বা ইন্টারনেট হতে অনেক প্রশিক্ষিত হওয়ার মত শিক্ষা উপকরন বিদ্যমান।
ফুটবল টুর্নমেন্ট উদ্বোধন অনুষ্ঠানে দৃষ্টিনন্দন নৃত্য পরিবেশন করে উপস্থিত সবাইকে তাঁক লাগিয়ে দেয় এই শিশু শিক্ষার্থীরা।
0 comments: