আতাউর রহমান নিজেকে নির্দোষ প্রমান করতে সানাউল হাবীবের পদাঙ্ক অনুসরণ করলেন, কিন্তু তাতেও কাজ না হওয়াতে তার দূর্নীতি পুষ্ট কালো বিড়ালটি থলেতে ভরলেন এবং চলে গেলেন।
এবার তার শূন্য স্থান পূরণ করতে এলেন বদলগাছী উপজেলা শিক্ষা অফিসার নূর-উন-নাহার রুবিনা। যেন সানাউল হাবীব, আতাউর রহমানের আপন মা'য়ের পেটের জমজ বোন। কাজে কর্মে ধর্মে অনেক মিল। বরং দূর্নীতি আর আচার আচরনে রুবিনা তার দুই ভাই হতে কয়েক ধাপ এগিয়ে। তিনি রাজশাহীর গোদাগারী উপজেলা মাতিয়ে এবার বদলগাছী উপজেলা আরো জোড়ালো ভাবে মাতাবেন এমন শপথ নিয়ে এসেছেন।
জেনে অথবা না জেনে যে সমস্থ শিক্ষকগন অভিনন্দনের পোষ্টে ফেসের বুক খানা মাখিয়ে নষ্ট করেছেন এবং অবলা অবিভাবক আর বিদ্বগ্ধ সাংবাদিকগণদের জ্ঞাতার্থে এই লেখা, স্থির চিত্র, সংক্ষিপ্ত ভিডিও চিত্র একসাথে প্রকাশ করছি, যা বিচ্ছিন্নভাবে প্রকাশিত ছিল। দয়া করে বর্তমান নতুন এ শিক্ষা কর্মকর্তার থলের ভিতরে গজরাতে থাকা রাগী আর পাজি বিড়ালটিকে অনতিবিলম্বে বদলগাছীর যমুনা নদীতে থলে সহ নিক্ষেপ করার ব্যবস্থা গ্রহন এখন সময়ের দাবী। আমাদের আলা ভোলা শিক্ষকগন ও কমলমতি শিক্ষার্থীরা যেন রুবিনা ম্যাডামের বিড়াল সংগীত মিউ মিউ ধ্বনি শুনতে না পায়। ধর্য্য ধরিয়া দেখিয়া প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করুন।
আরো আছে
উপরোক্ত খবরটি ২০১৬ তে প্রকাশিত, তাতে কি রুবিনা ম্যাডামকে এতটুকুও টলানো যায়নি, তাই..
২৪ মে ২০১৮ dainikshiksha.com প্রকাশিত খবরটি সংক্ষিপ্ত ভিডিও দিলাম ।
আশা করছি সচেতন শিক্ষক সমাজ এবং অবিভাবকগন নতুন এই শিক্ষা কর্মকর্তা নুর-উন-নাহার রুবিনা বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন। " আগের হাল যেদিক যায়, পিছের হাল ও সেদিক যায় " এই উক্তিটি গরু সমাজের জন্য, মানব সমাজের জন্য নয়। বাংলাদেশ ডিজিটাল হওয়াতে এবং বর্তমানে স্যাটালাইট যুগে অবস্থান করায় আমরা আগেই থলের ভিতরে থাকা দূর্নীতির কালো থাবাযুক্ত বিড়ালকে সনাক্ত করতে পারছি।
শিক্ষক আপনি দালাল নন, সময় থাকতে ভাল হন।
0 comments: