গেল ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ১৬ জনের । এরই মাঝে কিছু এলাকায় বিধি নিষেধ আরোপ করা হয়েছে, তবুও কোন ভাবেই ঠেকানো যাচ্ছে না সংক্রমনের এই উর্ধ্ব গতি।
সপিংমল দোকানপাটে বিধি নিষেধ কিন্তু খোলা হাট বাজার, তাই সাপ্তাহিক ছুটির দিনে মানুষের ভিড়টা সেখানেই।
খুলনা সদর, সোনা ডাঙ্গা ও খালিশপুর থানায় ৭ দিন বন্ধ সপিংমল দোকানপাট, বিধিনিষেধ কার্যকরে শুক্রবার সকাল হতেই ছিলো প্রশাসনের তৎপরতা, এর আওতার বাইরে হাটবাজার, সেখানে ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়, উপেক্ষিত স্বাস্থ্য বিধি। এ অবস্থায় প্রশ্ন উঠেছে বিধিনিষেধের সঠিক প্রয়োগ নিয়ে।
ঝিনেদাহ ও চুয়াডাঙ্গায় সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রামেও চলছে বিশেষ লকডাওন, জোরদার করা হয়েছে বিজিবি টহল।
নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে বিধিনিষেধ ভেঙ্গে চলাচল করছে অনেক ছোট যানবাহন, অপ্রয়োজনে অনেকেই বাইরে।
পাশের জেলা চাপাইনবাবগঞ্জের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোষ্ট।
গেল ২৪ ঘন্টায় মৃত্যুর রেকর্ড হয়েছে রাজশাহী মেডিকেলে, কোরনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৬ জন। এ নিয়ে ১ সপ্তাহে মৃত্যু হলো ৬৪ জনের। চিকিৎসকরা বলছেন, বেশির ভাগ ক্ষেত্রে মৃত্যু ঘটছে শরীরে অক্সিজেন স্বল্পতায়। নতুন করে ভর্তি আরো ৩২ জন রোগী।
সনাক্তের হার ৫০ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় সাতক্ষীরায় ৭ দিনের কঠোর লকডাউন শুরু শনিবার থেকে, তবে স্বাভাবিক থাকবে ভোমরা স্থলবন্দর।
ওবাইদুর রহমান, যমুনা নিউজ।
0 comments: