ফুলকুঁড়ি আসর নওগাঁ শাখার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব













নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর নওগাঁ শাখার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এ অর্ধদিবসীয় অনুষ্ঠান দুপুর ১টায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সমাপ্তি পায়।


অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক মো. আশরাফুল ইসলাম।

ফুলকুঁড়ি আসর নওগাঁ জেলা শাখার পরিচালনায় পুরো আয়োজনটি সম্পন্ন হয়, আর সভাপতিত্ব করেন উপদেষ্টা সভাপতি এডভোকেট শেখ আবু মাসুম।


শহরের নানা এলাকা থেকে আগত সহস্রাধিক শিশু-কিশোর, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে পুরো স্থানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ম্যারাথন সিজন–২, রচনা প্রতিযোগিতাসহ নানান সৃজনশীল কার্যক্রম। এ উপলক্ষে মোট ১৭০টি পুরস্কার প্রদান করা হয়।


উৎসবে আগত অতিথিরা ফুলকুঁড়ি আসরের দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনটির আরও অগ্রগতি ও সফলতা কামনা করেন।

0 comments: