দেশের বাজারে হালকা-পাতলা গড়নের নতুন ল্যাপটপ ‘জেড এয়ার এইচ’ এনেছে আইলাইফ।
ল্যাপটপে রয়েছে ৫০০ জিবি হার্ডডিস্ক, ইনটেল প্রসেসর, ২ জিবি ডিডিআর থ্রি
র্যাম এবং ৩২ জিবি ইএমএমসি স্টোরেজ। জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং
সিস্টেম-চালিত ১৪ দশমিক ১ ইঞ্চির ল্যাপটপটির ওজন ১ দশমিক ৫৩ কেজি। এর দাম
১৯ হাজার ৮৯৯ টাকা। দেশের বাজারে আইলাইফের পরিবেশক সুরভী গ্রুপ। বিজ্ঞপ্তি।
সূত্র: প্রথম আলো
0 comments: