আগামীর ভবিষ্যত শিশুদের রক্ষা করুন আসন্ন ভয়াবহ বিপদ হতে।

এধরনের অনৈতিক আর দেশ ও জাতি বিধ্বংশী কর্মকান্ড অনেকদিন আগে থেকেই এরা করে আসছে, শুধু পরিবর্তন এইটাই যে, আজ বাংলাদেশ ডিজিটাল যে কারনে ঘরে বসেই হোক অথবা বাসে, ট্রেনে, প্লেনেই হোক যেকোন জায়গা থেকেই আমরা জনগন এই ধরনের খবরগুলো খুব সহজেই পেয়ে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে পারছি, এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে হয়ে উঠছি আরো বেশি আত্মবিশ্বাসী।

আমাদের আশে পাশে বিশেষ করে কনফেকশনারী ও মুদি দোকান গুলোতে পাওয়া বিদেশী চকলেট গুলোর কোনোটাই আসল নয়, ক্ষতিকর কেমিক্যাল ও কাপরে দেয়ার রং দিয়ে তৈরি। যা আমাদের শিশু সন্তানরাই বেশী গ্রহন করে থাকে। মাছরাঙ্গা চ্যানেলে  তার সরাসরি প্রতিবেদন তুলে ধরা হলো।
সচেতন অভিভাবক , অথবা একজন সচেতন নাগরিক হিসাবে এই তথ্য সবার কাছে পৌছে দিন। যেন আগামীর ভবিষ্যত এই আমাদের শিশুরা যেন  আমাদের অসচেতনতার  জন্য ক্ষতিগ্রস্থ না হয়।

0 comments: