জানা যায়, এবছর ঈদুল আযাহা উপলক্ষে দেশের বিভিন্ন বিভাগ, জেলা, উপজেলা ও রাজধানী ঢাকা থেকে অসংখ্য দর্শনার্থী আনন্দ করতে এই বৌদ্ধবিহার পাহাড়পুরে এসেছেন।
সরজমিনে গিয়ে দেখে ও শুনে জানা যায়, ঈদের দিন বিকেল থেকে এই পাহাড়পুরে দর্শনার্থীদের আগমন বাড়তে থাকে। আর দর্শনার্থীদের আগমন উপলক্ষে বৌদ্ধবিহার পাহাড়পুর সংলগ্ন হোটেল, রেস্তোরাঁ, কসমেটিস ও ঝিনুকের দোকানগুলো দর্শনার্থীদের আকৃষ্ট করতে বিভিন্ন বর্ণিল সাজে সাজিয়েছেন দোকানিরা। দোকানীরা জানান ঈদের পাঁচ থেকে সাত দিন ব্যপক দর্শনার্থীর আগমন ঘটে এই বৌদ্ধ বিহার পাহাড়পুরে। আর প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ হাজার দর্শনার্থী এই পাহাড়পুর পরিদর্শন করতে আসে।
বিভিন্ন জায়গার ভ্রমণ প্রিয়াসি দর্শনার্থীদের সাথে কথা বললে তারা বলেন, ঐতিহাসিক বৌদ্ধ বিহার পাহাড়পুরের নাম আমরা অনেক শুনেছি ও জেনেছি কিন্তু সময়ের অভাবে এটি বাস্তবে দেখার সময় হয়নি। আর এ বছর ঈদের ছুটিতে পরিবার নিয়ে এসে বাস্তবে এতো সুন্দর দৃশ্য দেখে খুব আনন্দ উপভোগ করছি। দর্শনার্থী মিতু, লতা, জনি , শরিফুল ও মুমিন সহ অনেকে বলেন, আমরা এখানে সকালে এসেছি আর এসে বৌদ্ধ বিহার পাহাড়পুরের জাদুঘর সহ পুরো পাহাড়পুর পরিদর্শন করে আমরা খুব আনন্দ পেয়েছি । অপরদিকে কিছু দর্শনার্থী পাহাড়পুর বৌদ্ধ বিহারে ঘুরতে এসে ক্লান্ত হয়ে নতুন তৈরীকৃত ছাউনির নিচে বিশ্রাম নিচ্ছেন।
পাহাড়পুর বৌদ্ধবিহার অফিস সূত্রে জানা যায়, প্রতিদিন এই পাহাড়পুরে আট থেকে দশ হাজার দর্শনার্থীর সমাগম ঘটেছে।
ঈদুল আযাহা উপলক্ষে পাহাড়পুর বৌদ্ধ বিহারে প্রতিদিন কত হাজার দর্শনার্থীর আগমন ঘটছে ও কত টাকার টিকেট বিক্রয় হচ্ছে বলে জানার জন্য গত দুই দিন থেকে বর্তমান দায়িত্বপ্রাপ্ত কাস্টডিয়ান সাদেকুজ্জামানের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বিভিন্ন কাজের তালবাহানা দেখিয়ে আমার এখন সময় নেই বলে মোবাইল ফোনের সংযোগটি কেটে দেন ।
সূত্র: নিউজঅববাংলাদেশ
0 comments: