নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা


নিজস্ব প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার শিক্ষক, ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও বাল্য বিবাহ বিষয়ক মতবিনিময় করলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজিত কৃষক প্রশিক্ষণ হলরুমে নির্বাহী অফিসার মাসুম আলী বেগের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মনজুর-এ-মুর্শেদ, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাম্মী আখতার, থানা অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু খালেদ বুলু, বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন, কোলা ইউপি চেয়ারম্যান এসকেন্দার মির্জা বাচ্চু, বালুভরা ইউপি চেয়ারম্যান শেখ আয়েন উদ্দীন ও বদলগাছী প্রেসক্লাবের সম্পাদক সানজাদ রয়েল সাগরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজানৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন মসজিদের ইমাম ও জনপ্রতিনিধিরা।
সভায় প্রধান অতিথি উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন, মাদক, বাল্য বিবাহ, জঙ্গীবাদ ও সন্ত্রসবাদ নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন।

0 comments: