শুধু এটুকুই বলবো, দালাল সাবধান!

 



ইলিয়াস আলীকে যখন গুম করা হলো, পরবর্তী ৩ দিন The Daily Star নিউজ করলো বিএনপি কয়টা ককটেল মারসে, পুলিশ-বিএনপির 'সংঘর্ষে' দুইজন মারা গেসে(ইনফ্যাক্ট, পুলিশ মারসে), সর্বোপরি ইলিয়াস আলী কত বড় ক্যাডার, সিলেটে কত বড় ডন ছিল!!
স্বাভাবিকভাবেই মানুষ হাঁফ ছেড়ে বাঁচলো এই ভেবে যে, সন্ত্রাসী গুম হয়েছে তো আমার কি? আমি তো হেইট পলিটিক্স। অতএব, টিপাইমুখী বাঁধ নির্মাণের বিরুদ্ধে ইলিয়াস আলী-র লংমার্চ এর কথা তারা ভুলে গেলো। ইলিয়াস আলী ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের মাশুল দিলেন গুম হয়ে, সিলেটের মাফিয়া হিসেবে চিহ্নিত হয়ে।
***
গতকাল চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে ডাকাত সাজিয়ে পিটিয়ে মেরেছে আওয়ামী লীগ। মারার পরপরই খবর ছড়িয়েছে তারা অস্ত্র ক্যারি করতো, চাঁদাবাজি করতো ইত্যাদি ইত্যাদি। মানুষ অলরেডি হাঁফ ছেড়ে বলছে, "যা হয়েছে ভালো হয়েছে। দুই সাপের এক বিষ, জামাত আর ধানের শীষ।" অথচ জুলাইয়ে তারা যে ফ্যাসিবাদবিরোধী অভ্যুত্থানে সোচ্চার ছিল, এই ব্যাপারটা সজ্ঞানে সবাই এড়িয়ে যাচ্ছে।

প্যাটার্নটায় মিল খুঁজে পাওয়া যায়? হ্যাঁ, জুলাইয়ে তারা সক্রিয়ভাবে জনতার পক্ষে ছিল বলে তাদেরকে ব্ল্যাংক চেক দিতে হবে তা বলছি না। তারা যদি চাঁদাবাজ বা সন্ত্রাসী হয়, তাদেরকে আইনের আওতায় আনেন। কিন্তু যেখানে সরাসরি আওয়ামী লীগের পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে, সেটাকে মব বলে চালিয়ে দেয়া একটা ষড়যন্ত্র বৈ কিছুই না।

মবের নাম দিয়ে গাজীপুরেও আওয়ামী লীগ আমার ভাইদেরকে মেরে ফেলার চেষ্টা করেছে, তখনও আপনারা বলেছেন 'মব'। ৩২ ভাঙার ওপর দোষ চাপিয়ে নিজের সুপ্ত আক্ষেপ মিটিয়েছেন। এখনও একই ফ্রেমে ঘটনার লঘুকরণের সুরটা কিন্তু চেনা। শুধু এটুকুই বলবো, দালাল সাবধান! একবার ছুঁলে কিন্তু ঘা এর হিসাব বাকি-তে থাকবে না।

0 comments: